ইটের সাইজ কম থাকায় অভিযান চালিয়ে দুই ইটভাটা মালিকের ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ঢোলভাংগা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন ও এস.এম ফয়েজ উদ্দিন। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন।
দেলোয়ার হোসেন জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী ইটের সাইজ কম পাওয়ায় বৃহস্পতিবার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ঢোলভাংগা এলাকায় দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে টিপিএল ব্রিকসের ৮০ হাজার টাকা এবং জনতা ব্রিকসের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।